দেশের রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার হঠাৎ শারীরিক অবনতি নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ব্যাটার তামিম ইকবাল।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেন,
“বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে এসেছেন তিনি। আশা করি, এবারও সব শঙ্কা কাটিয়ে হাসিমুখে ফিরে আসবেন। সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করি।”
বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। গত রোববার রাত ৮টার দিকে তাঁকে সেখানে ভর্তি করা হয়। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
মেডিকেল বোর্ডের দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা সিসিইউতেই তাঁর শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন।
