বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষ হচ্ছে আজ। ইতিমধ্যে বিপিএল থেকে বিদায় নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস।
অন্যদিকে বিপিএলের শেষ চারে উঠতে আজকে ম্যাচে জিততেই হবে খুলনা টাইগার্সকে। ফলে বিপিএলের ৪১তম ম্যাচটি খুলনার জন্য বাঁচা মরার লড়াই। রোমাঞ্চকর এই ম্যাচে টস জিতে খুলনার বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা ক্যাপিটালস।
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। দুই দলই ইতিমধ্যে শেষ চার নিশ্চিত করেছে। তবে এই ম্যাচটি চিটাগং কিংসের জন্য সেরা দুইয়ে উঠার সুযোগ।
ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।