এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ক্রিকেটে শেষের লড়াই শুরু হয়েছে। এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। এই ম্যাচে খুলনা উড়িয়ে এনেছে দুই ক্যারিবীয় ক্রিকেটার শিমরান হেটমায়ার ও জ্যাসন হোল্ডারকে।
এবারের আসরের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলো গত আসরের ফাইনালিস্ট রংপুর রাইডার্স। টানা আট ম্যাচ জিতে প্রথম দল হিসেবে নিশ্চিত করেছিলো প্লে-অফ। ফুরফুরে মেজাজে ছিলেন দলটির কর্মকর্তা থেকে শুরু করে কোচ-খেলোয়াড়রা। সেটাই হয়েতা তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিলো। গ্রুপে পরের চার ম্যাচেই তারা হেরেছে। ফলে সুযোগ হারিয়েছে সরাসরি কোয়ালিফাইয়ার ম্যাচ খেলার।
খুলনা টাইগার্স :
মেহেদি মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, আফিফ হোসেন ধ্রুব, অ্যালেক্স রস, শিমরন হেটমায়ার, মোহাম্মদ নেওয়াজ, মাহিদুল ইসলাম অঙ্কন, জ্যাসন হোল্ডার, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুশফিক হাসান।
রংপুর রাইডার্স :
জেমস ভিন্স, সৌম্য সরকার, সাইফ হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নুরুল হাসান (অধিনায়ক), টিম ডেভিড, আন্দ্রে রাসেল, রাকিবুল হাসান, আকিফ জাভেদ ও নাহিদ রানা।