বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরব থেকে কঠোর সমালোচনার মুখে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি। অবশেষে খোলস ছেড়ে বেরিয়ে দেশের ১২টি জেলা ভয়াবহ বন্যা নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তিনি।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য বন্যার্তদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, ‘ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলসহ গোটা দেশ। মানবেতর জীবন পার করছে লাখো মানুষ। মহান আল্লাহ’র কাছে প্রার্থনা করি এই বিপদ থেকে আমরা যেন দ্রুত পরিত্রাণ পাই।’
এর আগে বৃহস্পতিবার জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার ভয়াবহ বন্যা নিয়ে পোস্ট করেন। এবারের ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলসহ গোটা দেশ। মানবেতর জীবন পার করছে লাখো মানুষ। মহান আল্লাহ’র কাছে প্রার্থনা করি এই বিপদ থেকে আমরা যেন দ্রুত পরিত্রাণ পাই।