গম্ভীরকে নিয়ে নতুন সিদ্ধান্ত বিসিসিআইয়ের । ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ ভারত। এক বছরের মধ্যে নিজেদের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ! প্রথমে নিউজিল্যান্ড এরপর দক্ষিণ আফ্রিকার কাছে বিব্রতকর হার দেখল তারা। ২৫ বছরে প্রথমবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতল প্রোটিয়ারা।
কলকাতায় অবিশ্বাস্য হারের পর থেকে ভারতের কোচ গৌতম গম্ভীর তোপের মুখে পড়েন। গুয়াহাটি টেস্টের পর তাকে বরখাস্তের দাবি আরো জোরালো হয়েছে। এ বিষয়ে ইঙ্গিত দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। তবে গম্ভীরকে এখনই কোচের পদ থেকে সরানো হবে না বলেই জানা গিয়েছে। তবে আরও কিছুটা সময় দেওয়ার পক্ষেই বোর্ড। তবে সেক্ষেত্রে আগের থেকে কিছুটা হলেও কঠোর হতে পারে বোর্ড।
ভারতের এনডিটিভিকে বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘এখনই গম্ভীরকে সরিয়ে দেওয়ার কথা আমরা ভাবছি না। ও একটা দল তৈরি করছে। ২০২৭-এর বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর গম্ভীর এবং নির্বাচকদের সঙ্গে বৈঠক হবে বোর্ডকর্তাদের। সেখানেই গম্ভীরকে জিজ্ঞাসা করা হবে, দলের এই রূপান্তরের (ট্রানজিশন) সময়টাকে কীভাবে দেখছে ও।’
এ আরেক বোর্ডকর্তা বলেন, ‘দুম করে কোনও সিদ্ধান্ত নেওয়ার পক্ষে নয় বিসিসিআই। দল এখন রূপান্তরের মধ্যে রয়েছে। বিশ্বকাপ সামনেই। তা ছাড়া ওঁর চুক্তি হয়েছে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। তাই এখনই গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনও কারণ নেই।’
এখন পর্যন্ত ১৮ টেস্টে গম্ভীরের অধীনে খেলেছে ভারত, হারের সংখ্যা বেশি। ১০ ম্যাচ হেরেছে তার দল। গুয়াহাটিতে ৪০৮ রানে ভারতের হারের পর গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাবেক ওপেনারের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে তিনি এই সিদ্ধান্ত নেওয়ার ভার বোর্ডের ওপর ছেড়ে দেন।
তবে গম্ভীর বলেন, ‘এটা বিসিসিআই সিদ্ধান্ত নিতে হবে। আমি আগেও এটা বলেছি। ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ, আমি নই। আমি একই ব্যক্তি যে ইংল্যান্ডে সাফল্য পেয়েছি, চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ জিতেছি। এই দল শিখছে।’ ২-০ তে হারের দায় ভারতীয় দলের সবাইকে নিতে হবে বললেন গম্ভীর, ‘দায় সবার, কিন্তু শুরুটা হবে আমাকে দিয়ে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















