শুরুর চাপ কাটিয়ে গল টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে টাইগাররা। মঙ্গলবার প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৯০ ওভারে তিন উইকেটে ২৯২ রান। জোড়া সেঞ্চুরি করে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। শান্ত ১৩৬ ও মুশফিক ১০৫ রানে অপরাজিত আছেন। ৪৪৩ বলে ২৪৭ রানে জুটিতে অপরাজিত তারা।
এদিন স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৪৫ রানে তিন উইকেট হারিয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে দলের হাল ধরেন ক্যাপ্টেন শান্ত। দলের বিপদে প্রথমে হাফসেঞ্চুরি পূর্ণ করেন শান্ত, পরে মুশফিক হাফসেঞ্চুরি পূর্ণ করেন।
এরপর আস্তে আস্তে সেঞ্চুরির পথে এগিয়ে তারা। প্রথমে শান্ত ২০২ বলে ১১ বাউন্ডারি ও এক ছয়ে টেস্টে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেন। বাংলাদেশের দলীয় রান তখন ৭৩.৫ ওভারে ৩ উইকেটে ২৩৪। এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিম টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন। ১৭৬ বলে ৫ বাউন্ডারিতে ১০০ রান পূর্ণ করেন মুশফিক।
এর আগে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১০ বল খেলে শূন্য রানে আউট হয়েছেন বিজয়। এরপর উইকেটে থিতু হয়েও নিজেদের উইকেট বিলিয়ে দেন সাদমান ও মুমিনুল। এরপর সেই চাপ সামাল দেয়ার চেষ্টা করেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। কিন্তু এরপর থারিন্দু রথনায়েকের বল খেলতে গিয়ে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান।
ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫৩ বলে ১৪ রান। তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক শান্তকে নিয়ে ইনিংস মেরামত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন মুমিনুল হক। থারিন্দু রথনায়েকের করা অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্লিপে থাকা সিলভার হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার।