চতুর্থ দিনের প্রথম সেশনেই শেষ হলো শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচে ৯ উইকেটে জয় তুলে নেয়া অজিরা সিরিজ জিতলো ২-০ ব্যবধানে। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন যথাক্রমে অ্যালেক্স ক্যারি ও স্টিভ স্মিথ।
৮ উইকেটে ২১১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা শ্রীলঙ্কা আজ মাত্র ছয় ওভার টিকেছিলো। অলআউট হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ২৩১ রান। ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে টার্গেট দা্ঁড়ায় মাত্র ৭৫ রান। যা কিনা ১৭ ওভার চার বলে এক উইকেট হারিয়েই তুলে নেয় সফরকারীরা।
ওপেনার উসমান খাজা ২৭ ও মারনাস লাবুশেন ২৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। উসমান খাজার সাথে ওপেনিংয়ে নামা ট্রাভিস হেড ২৩ বলে ২০ রানে করে আউট হন।
স্বাগতিক শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ২৫৭ রানে গুড়িয়ে দেয়া অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৪১৪ রানের পুঁজি পায়। সেঞ্চুরি করেন অধিনায়ক স্টিভ স্মিথ (১৩১ রান) ও উইরেকটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি (১৫৬ রান)।
১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিয়ে নামা শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৩১ রানে। ফলে সফরকারী অস্ট্রেলিয়ার সামনে টার্গেট দাঁড়ায় ৭৫ রান।
দুই দলের দুই ম্যাচের ওয়ানডে সিরিজর প্রথম ম্যাচ আগামী ১২ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি।