আবারো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর ক্রোধের মুখে পড়লেন উসমান খাজা। এবার তাঁকে তুলে ফেলতে হলো ব্যাটে লাগানো ঘুঘু পাখির স্টিকার। এর আগেও গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদ করে আইসিসির শাস্তির মুখে পড়তে হয়েছিলো এই অজি ওপেনারকে।
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ১৭২ রানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে ব্যাটে একটি জলপাই গাছের ডাল ধরা ঘুঘু পাখির স্টিকার লাগিয়ে খেলছিলেন খাজা। তবে ম্যাচের তৃতীয় দিন বাধ্য হয়ে মানবাধিকারের সাথে সংশ্লিষ্ট এই স্টিকার খুলে ফেলতে হয় তাঁকে।
মূলত যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের পাশে থাকার এবং তাঁদের মানবাধিকার রক্ষার বার্তা দেয়ার জন্য স্টিকারটি ব্যাটে লাগিয়েছিলেন খাজা। এবারও তাঁকে জানানো হয় আন্তর্জাতিক ক্রিকেটে রাজনৈতিক অর্থসম্বলিত কোনো বার্তা দিতে পারবেন না তিনি।
আইসিসির এমন আপত্তির কথা আগেই জানতেন এই অস্ট্রেলিয়ান ওপেনিং ব্যাটার। তারপরেও ব্যাটে স্টিকার নিয়েই নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে মাঠে নেমেছিলেন খাজা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগেই সেই স্টিকার খুলতে বাধ্য করা হলো তাঁকে।
এই ব্যাপারে অবশ্য অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড খাজার পাশেই রয়েছে। তবে চিফ এক্সিকিউটিভ নিক হকলে এনিয়ে বলেন, ‘ঘুঘু সর্বজন স্বীকৃত শান্তির প্রতীক। তবে আইসিসি তাদের নিয়মের ব্যাখ্যা দিয়েছে। আমরা সেটাকে সম্মান করতে চাই।’