আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে টাইগাররা এখন পাকিস্তানে। এই সিরিজ দিয়ে আবারও টেস্ট ক্রিকেটে ফিরবে স্বাগতিকরা। এই সফরে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন সাকিব আল হাসান।
সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারকে রেখেই ১৬ জনের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। পাকিস্তানে পৌঁছে লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করেছে টিম টাইগাররা। গুঞ্জন উড়িয়ে প্রথম দিনের অনুশীলনে ছিলেন সাকিব আল হাসান।
বৈষম্যবিরোধী আন্দোলনে সাকিবের নীরব ভূমিকা ও আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দলে থাকবেন কিনা! এই নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়। ছাত্রদের অনেকেই মনে করেন, সাকিবকে দল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক।
মূলত, দেশের মাটিতে অনুশীলন করতে না পারায় নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই পাকিস্তানে পারি দিয়েছে বাংলাদেশ দল। এই সফরে ২১ ও ৩০ আগস্ট টেস্ট ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।