গামিনীর বিকল্প খুঁজছে বিসিবি, চোখ এখন সিলেটের ব্যাটিং উইকেটে

মিরপুর শেরে-ই-বাংলার মাঠে এক যুগেরও বেশি সময় ধরে কিউরেটরের দায়িত্ব পালন করে আসছেন গামিনী ডি সিলভা। মাঠ প্রস্তুতির দিক দিয়ে তার একচ্ছত্র আধিপত্য থাকলেও সাম্প্রতিক সময়ে মিরপুরের স্লো-লো উইকেট নিয়ে সমালোচনা তুঙ্গে। বিশেষ করে পাকিস্তান সিরিজে ব্যাটারদের দুর্দশার পর, এবার তার বিকল্প খুঁজতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যদিও কিছুদিন আগেই বিসিবি গামিনীর সঙ্গে চুক্তি নবায়ন করেছে, তবুও বিকল্প খোঁজার কথা স্বীকার করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, “অবশ্যই সেটার (গামিনীর বিকল্প খোঁজা) কাজ চলছে।”

আগামী এশিয়া কাপে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের প্রস্তুতির জন্য উইকেট নির্বাচন নিয়েও ভাবনায় বিসিবি। আরব আমিরাতের আবুধাবির মতো কন্ডিশনের সঙ্গে মিল রেখে প্রস্তুতি ম্যাচ আয়োজনের কথা ভাবছে বোর্ড। এ বিষয়ে ফাহিম বলেন, “আমরা তো ওইভাবে উইকেট তৈরি করতে পারব না। আমাদের এখানে সম্ভাব্য সেরা উইকেট খুব সম্ভবত সিলেটে। যেখানে একটু রান হয়।”

তিনি আরও যোগ করেন, “আমরা চাইব অন্তত ১৭০-১৮০ রানের উইকেট হোক, সম্ভব হলে ২০০ রানের উইকেটও হোক।” সিলেটের উইকেট নিয়ে আশাবাদী ফাহিম গত সপ্তাহে মাঠ পরিদর্শনও করেছেন।

সবমিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের উপযোগী উইকেট তৈরি ও গামিনীর বিকল্প কিউরেটর খোঁজার কাজে জোর দিচ্ছে বিসিবি। ব্যাট-বলের উত্তেজনাপূর্ণ লড়াই দেখতে হলে প্রয়োজন স্পোর্টিং উইকেট—সে উপলব্ধি এখন বোর্ডের নীতিনির্ধারকদেরও।

Exit mobile version