গিলের হাতে ওয়ানডে দলের নেতৃত্ব দিতে প্রস্তুত বিসিসিআই

শচীন টেন্ডুলকার কিংবা মহেন্দ্র সিং ধোনির মতো কিংবদন্তিরা অনেক আগেই বিদায় নিয়েছেন। এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাই ভবিষ্যৎ ভেবে আগেভাগেই দল গোছাতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টেস্ট ও টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে দলেও নেতৃত্বে পরিবর্তন আনতে যাচ্ছে তারা।

বর্তমানে ভারতের টেস্ট দলের অধিনায়ক এবং টি-টোয়েন্টির সহ-অধিনায়ক শুভমান গিল। এবার ওয়ানডে দলের দায়িত্বও তার হাতে তুলে দিতে চাইছে বিসিসিআই। নির্বাচকদের পরিকল্পনা—২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে গিলকে যথেষ্ট সময় দেওয়া, যাতে তিনি নিজের নেতৃত্বগুণ প্রমাণ করার পাশাপাশি দলকেও গুছিয়ে নিতে পারেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গিলকে ওয়ানডে অধিনায়ক করার সিদ্ধান্ত ইতিমধ্যেই চূড়ান্ত; কেবল আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। এদিকে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অনেকের ধারণা, আসন্ন অস্ট্রেলিয়া সফরই হয়তো তার অধিনায়ক হিসেবে শেষ সিরিজ হতে পারে।

তবে রোহিত এখনো ওয়ানডে খেলা চালিয়ে যেতে চান এবং আরেকবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন। কিন্তু ২০২৭ সালে তার বয়স হবে ৪০ বছর। তখন কেবল একটি ফরম্যাট খেলে ফর্ম ও ফিটনেস ধরে রাখা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সেজন্যই নির্বাচক কমিটিই তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

অন্যদিকে, টেস্টে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গিল ইতিমধ্যেই টি-টোয়েন্টির সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সূর্যকুমার যাদবের পরিবর্তে এই ফরম্যাটেও তিনিই ভারতের নতুন অধিনায়ক হয়ে উঠবেন।

Exit mobile version