গ্রিনের সেঞ্চুরিতে কিউই বিপদ সামলে নিলো অস্ট্রেলিয়া

ওয়েলিংটন টেস্ট

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ওয়েলিংটনে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। প্রথমদিন শেষে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৭৯ রান তুলেছে অজিরা। ১০৩ রান করে অপরাজিত আছেন ক্যামেরন গ্রিন।

দিনের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি। বেসিন রিজার্ভে উদ্বোধনী দিনে অস্ট্রেলিয়ানদের বিপদে ফেলে দেয় কিউই দলে থাকা পাঁচ পেসার। তবে অজিদের জন্য আজ সবচেয়ে বড় বিপদ ছিলেন ম্যাট হেনরি। দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে ৪৩ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন তিনি।

তবে আজ ওয়েলিংটনে দিনটা একান্তই নিজের করে নিয়েছেন ক্যামেরন গ্রিন। নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে বিপদ থেকে কিছুটা উদ্ধার করেন তিনি।

বিগত ৩৪ বছর ধরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড। সর্বশেষ ১৯৯০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছিলো তাঁরা। এরপর অজিদের বিপক্ষে আর কখনো টেস্ট সিরিজ জয়ের উল্লাসে মাততে পারেনি কিউইরা। এমনকি ২০১১ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো টেস্ট ম্যাচই জিততে পারেনি নিউজিল্যান্ড।

টেস্টে লড়াই শুরুর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া।

Exit mobile version