১০ জুলাই থেকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ। আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলের দল রংপুর রাইডার্স প্রথম দিনই মাঠে নামতে যাচ্ছে। ওইদিনই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অবশ্য মুখোমুখি হবে নিউজিল্যান্ডের ‘সেন্ট্রাল ডিসট্রিক্টস’ এবং সংযুক্ত আরব আমিরাতের দল দুবাই ক্যাপিটালস। দুবাইয়ের জার্সিতে সেই ম্যাচে মাঠে নামবেন সাকিব আল হাসান।
দুবাই ক্যাপিটালস এক বিবৃতিতে জানিয়েছে, ‘দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের পরিবর্তে তারা সাকিবকে দলে ভিড়িয়েছে।’
সাকিব সর্বশেষ মাঠে নেমেছিলেন পাকিস্তান সুপার লিগ, পিএসএলে। এবার তার লক্ষ্য গ্লোবাল সুপার লিগে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল সরাসরি ১৮ জুলাইয়ের ফাইনালে উঠবে।
দুবাই ক্যাপিটালসের ম্যাচ সূচি:
১০ জুলাই: বনাম সেন্ট্রাল স্ট্যাগস
১১ জুলাই: বনাম হোবার্ট হ্যারিকেনস
১৩ জুলাই: বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
১৬ জুলাই: বনাম রংপুর রাইডার্স
বিশ্বব্যাপী লিগে খেলার অভিজ্ঞতা থাকায় সাকিবের অন্তর্ভুক্তি দুবাই ক্যাপিটালসের জন্য বড় শক্তি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
