আগামী মাসে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠেয় গ্লোবাল সুপার লিগে অংশ নেবে রংপুর রাইডার্স। ইতিমধ্যে টুর্নামেন্টের জন্য দল চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে শ্রীলঙ্কা সফরের কারণে এবার জিএসএলে শিরোপা ধরে রাখার মিশনে জাতীয় দলের ক্রিকেটারদের পাবে না রংপুর।
ফলে তাদের ছাড়াই পরিকল্পনা সাজাচ্ছেন সোহান। বিদেশি ক্রিকেটারদের মাঝে বিপিএল নিয়ে দিনকে দিন অনীহা বাড়ছে। তবে শিরোপা ধরে রাখার মিশনে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে স্কোয়াডে চান রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। কিন্তু না! সাকিবকে দলে নিচ্ছে না রংপুর। দলের একটি সূত্র চানায়, অধিনায়ক চাইতেই পারে, আমরা সাকিবকে দলে নিচ্ছি না।’
এ বিষয়ে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন,‘ গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পরে বাংলাদেশ নিয়ে তাদের ধারণাটা একটু পরিবর্তন হয়েছে।’
এবার বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদেরও পাবে না রাইডার্স। এদিকে গায়ানায় ১০ জুলাই পর্দা উঠবে জিএসএলের, ফাইনাল ১৯ জুলাই। ওই সময় শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে টাইগার ক্রিকেটাররা। ১৬ জুলাই শেষ হবে সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে
ফলে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হয়নি এখনও। তবে, গতবার জিএসএলে খেলা সৌম্য সরকার, রিশাদ হোসেন আর শেখ মেহেদীর এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এই ইভেন্টে খেলার সম্ভাবনা ক্ষীণ।
রংপুরের অধিনায়ক বলেন, ‘ওই সময় শ্রীলঙ্কা সিরিজ আছে। সুতরাং শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণার পর অনাপত্তিপত্র নিয়ে কারা কারা থাকবে সেটা জানতে পারব। আগে থেকে খুব বেশি একটা পরিকল্পনা যাচ্ছে না এই বছর।’
দেশ ও বিদেশে ফ্র্যাঞ্চাইজি আসরে গেলো কয়েক বছরে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়িয়েছেন সোহান। আন্তর্জাতিক ক্রিকেট আর জিএসএলের সুবাদে অনেক বিদেশি ক্রিকেটারের সঙ্গেই কথা হয়েছে বিপিএল নিয়ে। নানা কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যে ইমেজ সংকটে পড়েছে, তা অকপটে স্বীকার করেন রাইডার্স অধিনায়ক।