পাকিস্তান সফরে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে ব্যাটিংয়ে বাংলাদেশ। তবে শনিবার চতুর্থ দিন সকালেই ভেঙেছে লিটন-মুশফিকের জুটি। লিটন ৫২ রানে অপরাজিত থেকে ব্যাটিংয়ে নেমে আজ মাত্র ৪ রান তুলেই নাসিমের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।
তবে ৫৫ রানে অফরাজিত থাকা মুশফিক এখনও ক্রিজে আছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুশফিক ৬৭ ও মেহেদী হাসান মিরাজ শূন্য রানে অপরাজিত আছেন। বাংলাদেশ এখনও ১১৫ রানে পিছিয়ে।
অবশ্য এর আগে রিভিউ নিয়ে জীবন পান মুশফিক। মোহাম্মদ আলির বল একটু পিছিয়ে গিয়ে খেলতে চেয়েছিলেন মুশফিক। বলের লাইনে যেতে পারেননি তিনি, ব্যাটের কানা এড়িয়ে আঘাত হানে প্যাডে। পাকিস্তানের জোরাল আবেদনে সাড়া দিয়ে এলবিডব্লিউ দেন আম্পায়ার।
বল একটু নিচু হয়ে ভেতরে ঢোকা বলে আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচলেন মুশফিকুর রহিম। লিটন দাসের সঙ্গে একটু কথা বলে শেষ সময়ে রিভিউ নেন মুশফিক। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে। বেঁচে যান অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান। তখন মুশফিকের ব্যাক্তিগত ৫৯।
এর আগে সকালে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। লিটন ৫২ ও মুশফিক ৫৫ রানে অপরাজিত থেকে দিন শুরু করে। তার আগে রাওয়ালপিন্ডি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।