রান পাহাড়ের দিকে ছুঁটছে বাংলাদেশ

চতুর্থ দিন ব্যাটিং

চতুর্থ দিন ব্যাটিংয়ে রান পাহাড়ের দিকে ছুঁটছে বাংলাদেশ

চতুর্থ দিন ব্যাটিংয়ে রান পাহাড়ের দিকে ছুঁটছে বাংলাদেশ । আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে ৩৬৭ রানের লিড নিয়ে শনিবার চতুর্থ দিন ব্যাটিংয়ে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত চতুর্থ দিনে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০৬ রান। বাংলাদেশের লিড দাঁড়িয়ে ৪১৭ রানে। মুশফিকুর রহিম ১৮ ও মুমিনুল হক ৪০ রান নিয়ে অপরাজিত আছেন।

আগের দিন শেষে সাদমান ইসলাম ৬৯ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দিনের শুরুতেই ৭৮ রান করে আউট হন। এরপর ব্যাটিংয়ে নেমে মাত্র ১ রানে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। তবে মুমিনুল হক ১৯ রান নিয়ে এগিয়ে যাচ্ছেন। তাকে সঙ্গ দিচ্ছেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম।

এর আগে মিরপুরে মুশফিকুর রহিমের শততম টেস্টে জড়া সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৪৭৬ রানে থামে টাইগাররা। বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির ইতিহাস গড়েন মুশফিকুর রহিম। এছাড়া টেস্টে পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন লিটন দাস।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুক্রবার টেস্টের তৃতীয় দিন লাঞ্চের আইরিশরা থেমেছে ২৬৫ রানে।

Exit mobile version