চতুর্থ দিন শেষে ৯৪ রানে পিছিয়ে পাকিস্তান

রাওয়ালপিন্ডি টেস্ট

রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে সুবিধা জনক অবস্থায় বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে ৯৪ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেছে স্বাগতিক দল। প্রথম ইনিংসে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে ৫৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তান এক উইকেটে ২৩ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে।

মূলত মুশফিকুর রহিমের ১৯১ রানের সাথে লিটন দাসের ৫৬ ও মেহেদি মিরাজের ৭৭ রানের সুবাদে প্রথম ইনিংসে ৫৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ম্যাচের তৃতীয় দিন ওপেনার সাদমান ইসলাম সেঞ্চুরি মিস করে ৯৩ রানে আউট হন।

তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিলো ৫ উইকেটে ৩১৬ রান। চতুর্থ দিনের প্রথম সেশনে শুধু লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনে মুশফিক ও মিরাজ জমাট ব্যাটিং করে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে যান।

লিটন ৫৬ রান করে আউট হলেও মুশফিক ডাবল সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হন ১৯১ রানে। ক্যারিয়ারে ৫মবারের মতো ডাবল সেঞ্চুরির কাছে গিয়েও বঞ্চিত হন মিস্টার ডিপেনডেবল।

তৃতীয় সেশনে মুশফিকের আউটের পর হাসান মাহমুদ ১৮ বল মোকাবিলা করেন। যদিও আউট হয়েছেন ব্যক্তিগত শূন্য রানে। মিরাজ পরে শরিফুলের সাথে ভালো একটি পার্টনারশিপ গড়েন। মিরাজ ৭৭ রান করে আউট হন। আর শরিফুল করেন ২২ রান। দশম ব্যাটার হিসেবে দলীয় ৫৬৫ রানে আউট হন শরিফুল।

১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে তৃতীয় ওভারেই সাইম আইয়ূবের উইকেট হারায় পাকিস্তান। তিন বল খেলে এক রান করা সাইম উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন।

Exit mobile version