পাকিস্তান ক্রিকেট শোকের ছায়ায় আচ্ছন্ন। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও দেশের ক্রিকেট ইতিহাসের শুরুর দিকের তারকা ওয়াজির মোহাম্মদ। বিখ্যাত মোহাম্মদ ব্রাদার্স পরিবারের জ্যেষ্ঠ সদস্য ছিলেন তিনি। সোমবার (১৩ অক্টোবর) যুক্তরাজ্যের বার্মিংহ্যাম শহরে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি ক্রিকেটার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি।
দীর্ঘদিন ধরেই বার্মিংহ্যামে বসবাস করছিলেন ওয়াজির মোহাম্মদ। পাকিস্তানের হয়ে ১৯৫০ থেকে ১৯৬০ দশকে খেলেছেন ২০টি টেস্ট ম্যাচ, যেখানে করেছেন ৮০১ রান। পাকিস্তান ক্রিকেটের শুরুর যুগে দলের অন্যতম ভরসার ব্যাটার ছিলেন তিনি। দেশের ক্রিকেটে তাঁর অবদানকে অনেকেই পাকিস্তান ক্রিকেটের ভিত্তি গড়ার অন্যতম স্তম্ভ হিসেবে মনে করেন।
ওয়াজির মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংস্থার প্রেসিডেন্ট মহসিন নাকভি এক শোকবার্তায় বলেন,
“পাকিস্তান ক্রিকেটে ওয়াজির মোহাম্মদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন এক অনুপ্রেরণা, যাঁর নিবেদন নতুন প্রজন্মকে পথ দেখাবে।”
ওয়াজির মোহাম্মদ ছিলেন বিখ্যাত মোহাম্মদ ভাইদের মধ্যে জ্যেষ্ঠ। এই পরিবারই পাকিস্তান ক্রিকেট ইতিহাসে এক অনন্য অধ্যায়। তাঁর ছোট ভাই হানিফ মোহাম্মদ ক্রিকেট ইতিহাসে অমর হয়ে আছেন ৪৯৯ রানের কিংবদন্তি ইনিংসের জন্য। ওয়াজির ছিলেন সেই পরিবারের প্রথম আলোকবর্তিকা, যিনি পাকিস্তান ক্রিকেটকে বিশ্বমঞ্চে পরিচিত করার পথে ভূমিকা রেখেছিলেন।
ওয়াজির মোহাম্মদের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে। এক সময়ের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়তো নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া ঐতিহ্য পাকিস্তান ক্রিকেটে বেঁচে থাকবে অনন্তকাল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











