চলে গেলেন ভারতীয় ক্রিকেটের ‘দ্য গ্রেট ওয়াল’ গায়কোয়াড়

৭১ বছর বয়সে মারা গেলেন ভারতের সাবেক ব্যাটার, কোচ ও নির্বাচক অংশুমান গায়কোয়াড়। দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসারে ভুগছিলেন তিনি। গত জুন পর্যন্ত লন্ডনে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছিলেন তিনি।

সেখান থেকে ফিরে আবারও শারীরিক সমস্যা দেখা দেয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় তাঁকে। গতকাল সেখানেই মারা যান তিনি।

১৯৭৪ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারতের জার্সিতে ৪০টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছেন গায়কোয়াড়। ১৯৯৭ থেকে ২০০০ সালের মধ্যে দুই দফা ভারতীয় দলের প্রধান কোচও ছিলেন তিনি। তার অধীনেই ২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে রানার্সআপ হয় ভারত। একই বছর বাংলাদেশের অভিষেক টেস্টের সময় তিনিই ছিলেন ভারতের প্রধান কোচ।

Exit mobile version