বিপিএলের শেষ চারের আশা বাঁচিয়ে রাখলো ঢাকা ক্যাপিটালস। বুধবার চট্টগ্রামে বিপিএলের ২৯তম ম্যাচে তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ে চিটাগং কিংসকে ৮ উইকেটে হারায় ঢাকা। এ জয়ের ফলে বিপিএলে ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শেষ চারে উঠে আশা বাঁচিয়ে রাখলো ঢাকার দলটি। অবশ্য তার জন্য চেয়ে থাকতে হবে খুলনা ও দুর্বার রাজশাহীর দিকে।
চিটাগং কিংসের দেয়া ১৪৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে ঢাকার দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন তাস। ভালো শুরুর পর লিটন দলীয় ৭৫ রানের মাথায় ব্যক্তিগত ২৫ রান করে বিদায় নেন। এরপর মুনিম শাহরিয়ার ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে ১২ রান করে ফেরেন।
তবে ওপেনার তামিম ব্যাট হাতে ছিলেন ভয়ঙ্কর। মাত্র ২৮ বলে এক বাউন্ডারি ও পাঁচ ছক্কায় হাফসেঞ্চুরি পূর্ণ করেন। শেষ দিকে সাব্বিরকে সঙ্গে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম। সাব্বির ৯ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। তবে তামিম ৫৪ বলে তিন বাউন্ডারি ও সাত ছক্কায় ৯০ রান করে অপরাজিত থাকেন। ফলে ১৮.১ ওভারে ২ উইকেটে ১৪৯ রান পূর্ণ করে ঢাকা।
এর আগে বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। সাগরিকায় এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে চিটাগং কিংস। ওপেনিং জুটিতে ৪০ রান তোলে নাঈম ইসলাম ও যুবায়েদ আগবরী। ভালো শুরুর পর যুবায়েদ ১৯ বলে ২৩ রান করে মোসাদ্দেক হোসেন বলে বিদায় নেন। দ্বিতীয় উইকেট জুটিতে গ্রাহাম ক্লার্কে নিয়ে দলকে এগিয়ে নেন নাঈম।
দলীয় ৮৯ রানের মাথায় গ্রাহাম ক্লার্ক ১৯ রান করে বিদায় নিলে দ্রতই তিন উইকেট হারায় তারা। হোসেন তালাত ২,নাঈম ৪৪ ও শামিম হোসেন ১৫ রান করে বিদায় নেন। ফলে ১৭.২ ওভারে দলীয় ১২৩ রানে ৫ উইকেটে হারায় তারা। শেষ দিকে হায়দার আলী ১১ বলে ১৬ রান করে বিদায় নেন।
এরপর অধিনায়ক মোহাম্মদ মিঠুন পেসার খালিদকে নিয়ে ব্যাটিংয়ে ছোট্ট ঝড় তোলেন। মিঠুন ৮ বলে একটি করে চার ও ছক্কায় অপরাজিত ১২ রান করেন। এছাড়া খালিদ ৬ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। বল হাতে ঢাকার পক্ষে মোসাদ্দেক ও নাজমুল ইসলাম অপু দুটি করে উইকেট নেন।