বাংলাদেশের ক্রিকেট তারকা ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান নতুন করে আইনি জটিলতায় জড়ালেন। বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত সাকিবসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেছেন। মামলার অন্য আসামিরা হলেন অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক এবং মালাইকা বেগম।
মামলাটি দায়ের করেছেন আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান। গত ১৫ ডিসেম্বর মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে বিভিন্ন সময় ঋণ নেয়। ঋণের বিপরীতে প্রতিষ্ঠানটি দুটি চেক ইস্যু করে। তবে ব্যাংকে টাকা তুলতে গিয়ে দেখা যায়, চেকের সঙ্গে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই।
ডিজঅনার হওয়া চেক দুটির মোট অঙ্ক প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকা। বাদী পক্ষ এ বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ হিসেবে আসামিদের আগামী ১৮ জানুয়ারি হাজির হতে নির্দেশ দেন।
এ ঘটনায় সাকিবের পক্ষে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে দেশের ক্রিকেট মহলে এবং সাকিবের ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে সাকিব সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েন। এবার চেক প্রতারণার অভিযোগ তার জন্য আরও এক নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিল।