ভারত সফরে চেন্নাই টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬.২ ওভরে চার উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৮২ রান। শান্ত ৬১ ও সাকিব ১৭ রান নিয়ে ক্রিজে আছেন। জিততে বাংলাদেশের চাই এখনও ৩২৮ রান।
সফরে এম চিদাম্বরম স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় ভারত। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান করে ইনিংস ঘোষণা করে ভারত।
ফলে বাংলাদেশে লক্ষ্য পায় ৫১৫ রান। বিশাল সেই লক্ষে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে চার উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। দিনের খেলা শেষে ৩৭.২ নাজমুল হোসেন শান্ত ৫১ ও সাকিব ৫ রান করে অপরাজিত থাকেন।