চোটের কারণে পরের ম্যাচে অনিশ্চিত মুশফিক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে আঙুলে চোট পেয়েছেন, যার কারণে পরবর্তী ম্যাচে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আফগানিস্তানের ২৩৫ রানের জবাবে ব্যাটিংয়ে নামার আগে উইকেটকিপিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পান মুশফিক। আঘাতের পরও প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিং করতে নামেন তিনি, তবে ব্যথার কারণে তাঁকে অপেক্ষা করতে হয় নিচের দিকে ব্যাটিং করতে।

ম্যাচে বাংলাদেশের ইনিংসে যখন প্রয়োজন ছিল অভিজ্ঞ ব্যাটসম্যানের দৃঢ়তার, তখনই সপ্তম স্থানে ব্যাট করতে নেমে মাত্র ৩ বল খেলে ১ রান করে স্টাম্পিংয়ের শিকার হন মুশফিক। এই আউটের ধরন ও তাঁর নিচে ব্যাট করতে নামার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। সাধারণত ওয়ানডেতে চার কিংবা পাঁচ নম্বরে ব্যাটিং করে অভ্যস্ত মুশফিক; গত কয়েক বছর ছয়ে ব্যাট করেছেন, তবে সাতে নামা ছিল ব্যতিক্রম।

দলের একটি সূত্র জানিয়েছে, চোটের কারণে ব্যথা কমানোর জন্যই তাঁকে অপেক্ষা করতে হয়। প্রাথমিক পরীক্ষায় তাঁর আঙুলের হাড়ে চিড়ের আশঙ্কা দেখা দিয়েছে। আজ আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চোটের প্রকৃত অবস্থা জানা যাবে, তবে ধারণা করা হচ্ছে, শারজায় শনিবার দ্বিতীয় ওয়ানডেতে তাঁর খেলা প্রায় অসম্ভব। আগামী ১১ নভেম্বরের শেষ ম্যাচে তিনি ফিরতে পারবেন কি না, তা এখনও অনিশ্চিত।

এর আগে পাকিস্তান সফরে কাঁধে চোট পেয়েছিলেন মুশফিক, যা ভারতের বিপক্ষে সিরিজেও তাঁকে ভুগিয়েছে। এই চোট পুনরায় বাড়তে থাকলে ভবিষ্যতে তাঁর ব্যাটিং ও ফিল্ডিংয়ে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Exit mobile version