গাব্বায় বোর্ডার–গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে কুঁচকিতে চোট পান অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় বাঁ পায়ে অস্বস্তি বোধ করছিলেন তিনি। পরে ১৯ বলে ১৭ রান করে মোহাম্মদ সিরাজের বলে আউট হয়ে যান তিনি। চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামেননি হেড।
হেডের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রাক্তন অজি পেসার ব্রেট লি। তবে ম্যাচের পর প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার নিতে এসে হেড নিজেই জানান, চোট গুরুতর নয়। তিনি বলেন, “সামান্য কালশিটে রয়েছে, তবে মেলবোর্ন টেস্টের আগে ঠিক হয়ে যাব।”
তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে বিধ্বংসী ব্যাটিং প্রদর্শন করেন হেড। স্টিভ স্মিথের সঙ্গে ২৪১ রানের পার্টনারশিপ গড়ে ১৬০ বলে ১৫২ রান করেন তিনি। তার এই দুর্দান্ত ইনিংসের জন্যই ম্যাচ ড্র হওয়া সত্ত্বেও তাঁকে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।
হেড জানান, “চ্যালেঞ্জিং উইকেটে খেলার গতি বদল করে রান করতে পেরে ভালো লেগেছে। স্মিথের সঙ্গে ব্যাটিং উপভোগ করেছি। আমি সিরিজে এখন পর্যন্ত ভালো ছন্দে আছি।”
হেডের ফর্ম অস্ট্রেলিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাডিলেডেও ১৪১ বলে ১৪০ রান করে দলকে বড় জয় এনে দিয়েছিলেন তিনি। তাই মেলবোর্নে তাঁর থাকা অস্ট্রেলিয়ার জন্য বিশেষ প্রয়োজন। যদিও হেড আশ্বস্ত করেছেন, চোট তাঁকে খেলতে বাধা দিবে না।