ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবল ধোলাই হয় টাইগাররা। এরপর তিন ম্যাচ টি-২০ সিরিজে প্রথম দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। কিংস্টনে আজ সিরিজ জয়ের আনন্দের মাঝে টাইগারদের জন্য এলো দুঃসংবাদও। স্লিপে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের তর্জনীতে আঙুলে চোট পেয়েছেন সৌম্য সরকার।
আঙুল চেপে ধরে ফিজিওর সাথে মাঠ ছেড়ে যান এই ওপেনার। পরে জানা যায়, ডান হাতের তর্জনীতে পড়েছে পাঁচটি সেলাই। যে কারণে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ টি-২০তে তো খেলা হচ্ছেই না, এমনকি আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের শুরুর ভাগেও খেলতে পারবেন না অভিজ্ঞ এই ক্রিকেটার।
সেন্ট ভিনসেন্টে আজ তানজিম হাসান সাকিবের বলে স্লিপে রভম্যান পাওয়েলের ক্যাচ নিতে গিয়ে আঘাত পান সৌম্য। আগের ওভারে নিকোলাস পুরানের ক্যাচ নিলেও সপ্তম ওভারে এই সহজ ক্যাচটি নিতে পারেননি। প্রথমে ফিজিওর সাথে মাঠ ছাড়লেও কিছুক্ষণ পরই হাসপাতালে নিতে হয় সৌম্যকে।
জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম জানান, এক্সরেতে দেখা গেছে, আঘাতের জায়গায় হাড় স্থানচ্যুত হয়েছে। ক্ষত জায়গায় লেগেছে পাঁচটি সেলাই।
এদিন, টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো করতে পারেননি সৌম্য। ১৮ বলে ১ চারের সাহায্যে ১১ রান করার পর রান আউটের শিকার হন তিনি। তবে সিরিজের প্রথম ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪৩ রান। আর ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন সৌম্য।