চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ারিং প্যানেলে আছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। এটা পুরানো খবর। নতুন খবর হচ্ছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই থাকছেন সৈকত। মাঠ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। সোমবার আইসিসি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আগামী ১৯ ফেব্রুয়ারিতে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হবে ৯ মার্চ। প্রথম পর্ব শেষ হবে ২ মার্চ। আইসিসি প্রথম পর্বের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা করেছে।
উদ্বোধনী ম্যাচে অংশ নেবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। ম্যাচে মাঠ আম্পায়ার হিসেবে সৈকতের সঙ্গী হবেন রিচার্ড কেটেলবোরো। এ ম্যাচে জোয়েল উইলসন টিভি আম্পায়ার হিসেবে থাকবেন। অ্যালেক্স হোয়ার্ফ থাকবেন চতুর্থ আম্পায়ার। এছাড়া অ্যান্ড্রিউ পাইক্রফট ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন।
সাম্প্রতিক সময়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এলিট প্যানেলের আম্পায়ার সৈকত। মাঠে তার সিদ্ধান্ত প্রশংসিতও হচ্ছে। কয়েকদিন আগে বোর্ডার-গাভাস্কার সিরিজে মেলবোর্ন টেস্টে ভারতের যশস্বী জয়সওয়ালকে আউট দিতে গিয়ে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। তার সিদ্ধান্ত ক্রিকেট মহলে প্রশংসা কুড়িয়েছিল।