দীর্ঘ ২৯ বছর পর ঘরের মাঠে আইসিসির টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। কিন্তু টুর্নামেন্ট শুরুর পাঁচ দিনের মাথায় আসর থেকে বিদায় নিয়েছে দলটি। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতারকারণ অনুসন্ধানে বিশেষ বৈঠক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বিশেষ বৈঠকে ছিলেন বাবর আজম, সাকলাইন মুশতাক, ওয়াহাব রিয়াজরা। এই বৈঠকে সভাপতিত্ব করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভী। এসময় বর্তমান এবং সাবেক ক্রিকেটারদের কাছে এ হারের কারণ জানতে চেয়েছেন পিসিবি বস। আয়োজক হয়েও এমন ভরাডুবির পর দেশজুড়ে সমালোচনায় মুখর ক্রিকেট সংশ্লিষ্টরা।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-পাকিস্তান ও ইংল্যান্ড জিততে পারেনি কোনো ম্যাচ। তবে বাংলাদেশ ও পাকিস্তানের নিজেদের ম্যাচটা বৃষ্টিতে ভেসে যায়। অন্যদিকে টানা তিন ম্যাচ হেরেছে ইংল্যান্ড।
তবে জানা গেছে, বৈঠকে বাবরের কাছে তার ব্যাটিং, দলের নাজুক পারফরম্যান্সের ব্যাখ্যা চেয়েছেন পিসিবি বস। দল নির্বাচনে কোথায় ঘাটতি ছিল তা জানতে ডাকা হয় ওয়াহাব রিয়াজকে। আর সাকলাইন মুশতাক দিয়েছেন উত্তরণের উপায়। অবশ্য পিসিবি এ ধরনের বৈঠক নতুন কোনো বিষয় নয়।