বাংলাদেশ ভালো দল তবে চ্যাম্পিয়ন হওয়ার মতো নয়- এমন মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেট এবি ডি ভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেল ’কে ফেভারিট’ শিরোনামে বাংলাদেশ নিয়ে বিশ্লেষণে এমন কথা বলেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরের সেমিফাইনালিস্ট বাংলাদেশ। ২০১৭ সালের আসরে সেমিফাইনাল খেলা আইসিসির কোনো টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। সেবার নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছিল মাশরাফি বিন মর্তুজার দল। এবারও সেই অঘটন ঘটানোর সামর্থ্য আছে বলে মনে করেন ডি ভিলিয়ার্স।
বাংলাদেশ দলের প্রশংসা করে তিনি বলেন, দলটি খুবই ভারসাম্যপুর্ণ। তাদের অবশ্যই অঘটন ঘটানোর সামর্থ্য রয়েছে। তবে শুনতে হয়তো খারাপ লাগবে দলটি টুর্নামেন্ট জেতার মতো নয়।’
ডি ভিলিয়ার্স আরও বলেন, মুশফিক, মাহমুদউল্লাহকে নিয়ে তারা কত দূর যাবে? মাহমুদউল্লাহর ব্যাটিং ভালো লাগে। তবে সেমিফাইনালে যেতে পারবে- এমনটা মনে হয় না। সত্যি বলতে তারা ভালো দল তবে চ্যাম্পিয়ন হওয়ার মতো নয়।
বাংলাদেশ আগামী ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত। পরে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















