চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট আর নেই। বিক্রি শুরু হতে না হতেই সব টিকিট শেষ। মাত্র এক ঘন্টায় চির প্রতিদ্বন্দ্বী দুই দলের টিকিট শেষ হয়ে গেছে।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম এক উম্মাদনা। এ ম্যাচ ঘিরেই মাঠে ও মাঠের বাইরে ভিন্ন এক উত্তেজনা বিরাজ করে। ফলে এ ম্যাচটি কেউ উপভোগ করা থেকে নিজেকে বঞ্চিত করতে চায় না। তারই ধারাবাহিকতায় ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিট বিক্রি শুরু হতে না হতেই শেষ হয়ে যাওয়া একটা পরিচিত দৃশ্য।
গতকাল দুবাইয়ে বিকাল চারটায় অনলাইনে ও বুথে টিকিট বিক্রি শুরু হয়। এরপরই টিকিটের চাহিদা রকেট গতিতে উপরের দিকে উঠতে থাকে। ভারতীয় সংবাদ সংস্থা আইএনএনে এক সমর্থক বলেছেন, লাইন যে লম্বা হবে তা আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু যে গতিতে টিকিট শেষ হয়ে গেল সেটা অবাক করা মতো। লাইনে যখন আমি নিজের জায়গাটা পাকাপোক্ত করলাম তখন মাত্র দুই ধরণের টিকিট বাকি আছে। যা আমার বাজেটের বাইরে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারতের বিরোধিতার কারণে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। দুবাইয়ে সব মিলিয়ে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে ভারত ফাইনালে উঠলে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে।