আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ বিকেলে মুখোমুখি হচ্ছে শক্তিশালী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। গ্রুপ বি’এর হাইভোল্টেজ ম্যাচটি পাকিস্তানের শুরু বিকেল তিনটায়।
এর আগে আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে হারায় নিউজিল্যান্ড। আর আসরে দ্বিতীয় ম্যাচে দুবাইয়ে ভারত বাংলাদেশকে বড় ব্যববধানে হারিয়েছে। আসরের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকা।
আসরের আর এক হাইভোল্টেজ ম্যাচে আগামীকাল রোববার দুবাইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আট দলের এই টুর্নামেন্ট দুই গ্রুপ থেকে চারটি দল সেমিফাইনালে যাবে।