চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণার সময় ঘনিয়ে আসছে। এরই মধ্যে রোহিত শর্মার নেতৃত্বে ভারত প্রাথমিক দল ঘোষণা করেছে। দলে অভিজ্ঞ খেলোয়াড়দের যেমন সমাহার রয়েছে তেমনি তরুণ খেলোয়াড়রা রয়েছে। তবে জসপ্রীত বুমরাহ’র অন্তর্ভূক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচকরা।
চূড়ান্ত দল ঘোষণা যখনই হোক এরই মধ্যে ক্রিকটুডে ভারতের সম্ভাব্য একাদশ ঘোষণা করেছে। সেখানে রোহিত শর্মার নেতৃত্বে সহঅধিনায়ক হিসেবে রয়েছেন শুভমান গিল। আছেন রিবাট শর্মা, শ্রেয়াস আইয়ের, লোকেশ রাহুল, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সামি ও হারশিত রানা। বুমরাহকে যদি না পাওয়া যায় তার পরিবর্তে খেলবেন হারশিত রানা।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যতম ফেভারিট ভারত। সর্বশেষ দলটি ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে। ২০১৭ সালে সর্বশেষ অনুষ্ঠিত টুর্নামেন্টে শিরোপা জয় করেছিল পাকিস্তান। ভারতকে ১৮০ রানে হারিয়ে তারা শিরোপা জয় করেছিল।