ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মর্গান মনে করেন, আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জো রুট এবং বেন স্টোকসকে ফেরানো উচিত। ২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ডের হতাশাজনক পারফরম্যান্সের পর এই দুই খেলোয়াড়কে ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে মর্গান মনে করেন, বড় মঞ্চে সেরা দল গঠনের জন্য রুট ও স্টোকস অপরিহার্য।
মুম্বাইতে আন্তর্জাতিক মাস্টার্স লিগের উদ্বোধনী অনুষ্ঠানে মর্গান বলেন, “বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কিছু তরুণ খেলোয়াড় নিজেদের মেলে ধরেছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো প্রতিযোগিতায় সেরা দল তৈরি করতে হবে, যেখানে স্টোকস ও রুটের থাকা জরুরি।”
ইংল্যান্ডের সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের বিপক্ষে আরও ছয়টি ওয়ানডে ম্যাচ রয়েছে। মর্গান মনে করেন, এই ম্যাচগুলো তরুণদের জন্য সুযোগ হলেও, জানুয়ারিতে ব্রেন্ডন ম্যাককালামের অধীনে মূল খেলোয়াড়দের দলে ফিরিয়ে আনা উচিত।
তিনি আরও বলেন, “স্টোকস ইতিমধ্যেই বলেছেন, ম্যাককালাম যদি তাকে ডাকেন, তিনি খেলতে আগ্রহী। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়দের নিয়েই জয়লাভের লক্ষ্য থাকতে হবে।”