কয়েক দিন পরেই শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি! কিন্তু তার আগে হঠাৎ অবসরের ঘোষণা অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটারের। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মার্কাস স্টয়নিস জানান, ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন তিনি। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে না স্টয়নিসকে।
ফলে প্যাট কামিন্স-মিচেল মার্শের মতো এবারে স্টয়নিসেরও বিকল্প খুঁজতে হবে অস্ট্রেলিয়াকে। নিজের অবসরের ঘোষণায় স্টয়নিস বলেন,‘অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলতে পারা ছিল এক অসাধারণ যাত্রা। দেশের হয়ে প্রতিটি মুহূর্তের জন্য আমি গর্ববোধ করি। সর্বোচ্চ পর্যায়ে আমি নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছি, এটা আমি সারাজীবন উদযাপন করব।’
নিজের অবসরের সিদ্ধান্ত নিয়ে তিনি আরও বলেন,‘এই সিদ্ধান্তটা সহজ ছিল না। তবে আমি বিশ্বাস করি এটাই আমার সরে যাওয়ার সেরা সময়।
তবে ধারণা করা হচ্ছে, টি-টোয়েন্টি ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আরও বেশি সময় দেয়ার তাগিদেই অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ফরম্যাটকে বিদায় বলছেন এই তারকা।