আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এক মাত্র প্রস্তুতি ম্যাচে ব্যর্থ বাংলাদেশ। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির বিমান ধরার আগে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে প্রথম প্রস্তুতি ম্যাচেই টাইগারদের বাস্তবতা বুঝিয়ে দিল পাকিস্তান শাহীন।
পাকিস্তান ‘এ’ দলের কাছে বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তরা। সোমবার দুবাইয়ে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহীনের কাছে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। এ দিন টস জিতে শুরুতে ব্যাট করে ৩৮ ওভার ২ বলে ২০২ রানে অলআউট হয় শান্তর দল। জবাবে ১৫. ১ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান শাহীন।
ব্যাটিংয়ে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান এসেছে সৌম্য সরকারের ব্যাট থেকে।
সবশেষ বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ তামিম আজ ৬ রানের বেশি করতে পারেননি। আর শান্তর ব্যাট থেকে এসেছে ১২ রান।
তবে তামিম-শান্ত ব্যর্থ হলেও ভালো শুরু পেয়েছিলেন সৌম্য সরকার। তবে ৪ চারে ৩৫ রান করে রান আউট হয়ে ফেরেন তিনি। এছাড়া১৯ রান করেন তাওহিদ হৃদয়। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম সুবিধা করতে পারেনি। শেষদিকে তানজিম সাকিব ৩০ ও নাসুম আহমেদের ১৫ রানে ভর করে কোনোমতে ২০০ রান পেরোয় টাইগাররা।