চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণায় চমক দিলো পাকিস্তান

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই। সে লড়াইয়ের জন্য দল ঘোষণা দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের দলে চমক দেখিয়ে জায়গা করে নিয়েছেন রংপুর রাইডার্সের হয়ে ব্যাটে আলো ছড়ানো খুশদিল শাহ।

পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড :
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, তৈয়ব তাহির, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও উসমান খান।

Exit mobile version