আগামী শুক্রবার জমজমাট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। বিপিএলের ১১তম আসর শেষে বিশ্রামের সুযোগ পাচ্ছে না টাইগাররা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে নেমে পড়তে হচ্ছে টাইগারদের।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও দুবাইয়ে বসতে যাচ্চে চ্যাম্পিয়ন্স ট্রফি। সবশেষ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল। সেবার মাশরাফির নেতৃত্বে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল টাইগাররা। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ সাফল্য। নিজেদের পছন্দের এই ফর্মেটের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গত মাসেই ঘোষণা করে বিসিবি।
যে দলে জায়গা হয়নি সাকিব আল হাসান, লিটন দাসদের। ফলে ৭ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনাল শেষে পরের দিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগারদের অনুশীলন ক্যাম্প। হোম আব ক্রিকেট গ্রাউন্ড মিরপুর শের-ই বাংলার মাঠে হবে দলে থাকা ক্রিকেটারদের অনুশীলন।
এ বিষয়ে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন,‘মঙ্গলবার থেকে ক্রিকেটাররা দুই একজন ঐচ্ছিকভাবে অনুশীলন করবেন। আর ৮ তারিখ থেকে শুরু হবে মূল অনুশীলন। অবশ্য তার আগে আজ মঙ্গলবার ইনডোরে অনুশীলন করতে দেখা যায় জাতীয় দলের নিয়মিত মুখ জাকের আলী অনিককে। ব্যক্তিগত অনুশীলন সেরেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
সবকিছু ঠিক থাকলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে টাইগারদের অনুশীলন ক্যাম্প। এরপর ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। সেখানে ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে টাইগারদের। আর ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে বাংলাদেশ দল।