পাকিস্তানের মাটিতে আগামী বছর বসছে আইসিসি ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এবারও নিরাপত্তা শঙ্কার অজুহাতে পাকিস্তানে গিয়ে ভারতীয় দল খেলতে চাচ্ছে না। সবশেষ গত বছর এশিয়া কাপের আসর হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
এবার নতুন খবর বেরিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তানে হলেও, ফাইনাল দুবাইয়ে হতে পারে। তবে এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, ফাইনালের ভেন্যু হিসেবে লাহোরের নাম চূড়ান্ত করলেও শোনা যাচ্ছে, ভারত ফাইনালে উঠলে ম্যাচটি দুবাইয়ে অনুষ্ঠিত হতে পারে।’
তবে ক্রিকেট পাকিস্তান পিসিবির এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পাকিস্তানের বাইরে হওয়ার যে গুঞ্জনের কথা প্রতিবেদনটিতে বলা হয়েছে, তাতে সত্যতা নেই।