চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে নেই বাংলাদেশ-পাকিস্তানের কেউ

ভারত-নিউজিল্যান্ডের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। যেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। সেরা পারফরম্যান্স করায় স্বাভাবিকভাবেই আইসিসির টুর্নামেন্ট সেরা একাদশেও এই দুই দলের ক্রিকেটারই বেশি থাকবেন। তবে এই তালিকায় নেই বাংলাদেশ ও পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কোন ক্রিকেটার।

কিন্তু না! আইসিসির প্রাকাশিত দলে জায়গা পেয়েছেন ভারতের ৫জন, আর রানার্সআপ হওয়া নিউজিল্যান্ডের ৪জন। অধিনায়ক হিসেবে অবশ্য স্যান্টনারকেই বেছে নিয়েছে আইসিসি। এছাড়া প্রথমবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া আফগানরা বাজিমাত করে সেরা একাদশে জায়গাও পেয়েছেন আফগানিস্তানের দুজন ক্রিকেটার।

আইসিরি টুর্নামেন্ট সেরা একাদশে জায়গা পেয়েছেন ইব্রাহিম জাদরান ও আজমতউল্লাহ ওমরজাই। ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। টুর্নামেন্টে দুর্দান্ত সব ফিল্ডিং করে সবার নজর কেড়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। অবিশ্বাস্য ক্যাচ ধরেছেন বেশ কয়েকটি। যা তাকে আলাদা করে পরিচয় করিয়ে দিয়েছে নতুন করে। তিনিও এই দলে সুযোগ পেয়েছেন। এছাড়া বাকি দুজন হলেন মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরি।

বাকি পাঁচজন ক্রিকেটার হলেন ভারতের। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। তিনিও জায়গা পেয়েছেন এই একাদশে। এছাড়া আছেন শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন ভারতের অক্ষর প্যাটেল।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ:
রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)
ইব্রাহিম জাদরান (আফগানিস্তান)
বিরাট কোহলি (ভারত)
শ্রেয়াস আইয়ার (ভারত)
লোকেশ রাহুল (ভারত)
গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)
আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান)
মিচেল স্যান্টনার (অধিনায়ক, নিউজিল্যান্ড)
মোহাম্মদ শামি (ভারত)
ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)
বরুণ চক্রবর্তী (ভারত)

Exit mobile version