আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বৃহস্পতিবার রাতেই উড়াল দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে ঘরের মাঠে অনুশীলন করছে টাইগাররা। সবশেষ আইসিসিতে ২০১৭ সালে সেমিফাইনাল খেলেছিল মাশরাফি বিন মুর্তজার দল। এছাড়া বাংলাদেশের অতীত খুব একটা ভালো না!
দরজায় কড়া নাড়ছে আরও একটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। আর এই আসরে বাংলাদেশ ভালো করবে বলেই বিশ্বাস অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ফিল সিমন্সের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সামনে রেখে সোমবার দুপুরে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সিমন্স। এসময় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এই ক্যারিবিয়ান বলেন,‘এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার সম্ভাবনা আছে। আমরা সেরা ক্রিকেট খেলতে পারলে কোনো কোন কিছু কিছুই অসম্ভব নয়। ট্রফি জেতার ব্যাপারে বিশ্বাস না থাকলে এখানে থাকতাম না।’
দলের প্রস্তুতি ঘাটতি আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন,‘আমি একমত যে সেরা প্রস্তুতি হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। তবে আমরা সাদা বলের ক্রিকেটের সাথে ছিলাম। প্রস্তুতি নেব এখন। ৬ দিনের প্রস্তুতি ক্যাম্প আছে।’
উল্লেখ্য, গত অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহে বরখাস্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন বাংলাদেশের দায়িত্ব পেয়েছিলেন সিমন্স। বিসিবির সঙ্গে তার চুক্তি হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। এরপর ভবিষ্যৎ কী, এমন প্রশ্নে তিনি বলেন,‘আমি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আছি। এরপর কী হবে এখনই বলতে পারছি না।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















