চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটছেই না। বৃহষ্পতিবার আইসিসির ভার্চুয়াল সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা থাকলেও তা হয়নি। ফলে ট্রফির ভবিষ্যত নিয়ে কিছুটা হলেও আশঙ্কা তৈরি হয়েছে। তবে প্রত্যাশা করা হচ্ছে দ্রুত বিষয়টির একটা সমাধান খুঁজে পাওয়া যাবে।
২০২৫ সালে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। সবকিছুই ঠিক ছিল, কিন্তু ভারত পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় সমস্যার তৈরি হয়। তারা হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেয়। একই প্রস্তাব দিয়েছিল এশিয়া কাপে। সে সময় ভারতের প্রস্তাব মেনে এশিয়া কাপ হাইব্রিড মডেলে আয়োজন করলেও এবার বেঁকে বসেছে পাকিস্তান। তার কোনো মতেই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজি নয়। প্রয়োজনে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে রাজি থাকলেও এবার ভারতের প্রস্তাব মানতে রাজি নয়।
এসব কারণে শুক্রবার আইসিসি একটা ভার্চুয়াল সভা আয়োজন করেছিল। কিন্তু ১৫ মিনিটের আগেই কোনো সিদ্ধান্ত ছাড়া সভা শেষ হয়। উভয় দেশকে একটা সিদ্ধান্ত আসার জন্য আইসিসি আলোচনার সুযোগ করে দিয়েছে। এখন বোর্ড সভার কয়েকজন সদস্য ভারত ও পাকিস্তানের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা সমাধান খোঁজার চেষ্টা করবেন।
এখন সম্ভাব্য তিনটি পথ খুঁজে পেয়েছে আইসিসির সদস্যরা। একটি হচ্ছে হাইব্রিড মডেল। অর্থাৎ টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে অনুষ্ঠিত হবে। অন্য ম্যাচগুলো পাকিস্তানে হবে। দ্বিতীয় পথ হচ্ছে পাকিস্তান আয়োজকের দায়িত্বে থাকবে তবে পুরো টুর্নামেন্ট অন্য দেশে হবে। তৃতীয় পথ হচ্ছে ভারতকে বাদ দিয়ে পাকিস্তানে টুর্নামেন্ট এগিয়ে নেবে।
ভারতকে বাদ দিয়ে টুর্নামেন্ট করা কঠিন। একইভাবে পাকিস্তানকে বাদ দেওয়ার পথও নেই। আয়োজক হওয়ায় আয়োজক দেশের সম্মতি ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। আবার পাকিস্তানকে বাদ দিয়ে টুর্নামেন্ট করার সুযোগও নেই। কেননা সেক্ষেত্রে স্পন্সর কোম্পানী মেনে নেবে না বলে জানিয়ে দিয়েছে।
এদিকে একটা সূত্র জানিয়েছে, ভারত যদি পাকিস্তানে না আসে তাহলে ভবিষ্যতে ভারতে কোনো টুর্নােমেন্ট হলে সে সময় পাকিস্তানের জন্য হাইব্রিড মডেলের ব্যবস্থা করতে হবে এমনটা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।