ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনেই বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে হারালো অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। সোমবার মিরপুরে শক্তিশালী আবাহনীকে ৬ উইকেটে হারায় তারা।
এদিন মিরপুরে প্রথমে ব্যাট করতে নেমে আবাহনী ৫০ ওভারে ১০ উইকেটে ২৩৪ রান তোলে। দলের পক্ষে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন। এছাড়া পারভেজ হোসেন ইমর ৫০, নাজমুল হোসেন শান্ত ২০, মুমিনুল হক ২৭ রান করে বিদায় নেন।
বল হাতে অগ্রণী ব্যাংকের শহিদুল ইসলাম ১০ ওভারে ৪৪ রানে একাই নেন চারটি উইকেট। এছাড়া রুয়েল মাহি ও শুভাগত হোম দুটি করে উইকেট নেন।
জবাবে ৪৫ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান তোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইমরুল কায়েসের দল। ব্যাট হাতে অধিনায়ক ইমরুল কায়েস ৬ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত। ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে ৯৪ বলে ৩ বাউন্ডারি ও ৭ ছক্কায় ৯৪ রান করে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে বিদায় নেন।
এছাড়া ওপেনার ইমরানুজ্জামন ৩৫ ও সাদমান ইসলাম ৪৬ রান করে বিদায় নেন। আর অমিত হাসান ৪৪ রান করে মাহফুজ রাব্বির বলে বোল্ড। তবে মার্শাল আইয়ূব ৬ রান করে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী ৫০ ওভারে ২৩৪/১০
অগ্রনী ব্যাংক ৪৫ ওভারে ২৩৫/৪
অগ্রণী ব্যাংক ৬ উইকেটে জয়ী