পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাট হাতে রেকর্ড গড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়ে ঝড়ো সেঞ্চুরি তুলে নেন এই তরুণ ওপেনার। তার দ্রততম সেঞ্চুরিতে ২০ ওভারে বাংলাদেশ ৭ উইকেটে ১৯২ রান তুলেছে।
ইনিংসে ১৩টি ছক্কা মেরেছে বাংলাদেশ। এই সংস্করণে যা তাদের সর্বোচ্চ। এর আগে কোনো ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা ছিল ১২টি। ২০১৮ সালে মেরেছিল শ্রীলঙ্কার বিপক্ষ। একই সাথে দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে করেন সেঞ্চুরি। ব্যাট হাতে গড়লেন বাংলাদেশের হয়ে এই সংস্করণে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তার প্রাপ্তির দিনে একটি রেকর্ড গড়ল বাংলাদেশ।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নতুন অধিনায়ক লিটন কুমার দাসের পূর্ণাঙ্গ মেয়াদে এটিই প্রথম টি-টোয়েন্টি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তোলে বাংলাদেশ। অবশ্য ইমন ছাড়া তানজিদ হাসান ৯ বলে ১০, লিটন ৮ বলে ১১ ও তাওহিদ হৃদয় ১৫ বলে ২০ রান করে বিদায় নেন। এছাড়া জাকের আলী ১৪ বলে ১৩ ও তানজিম হাসান সাকিব ৯ বলে অপরাজিত ৭ রান করেন।