দলীয় দায়িত্বে বিদেশ সফরে গিয়েও বিপাকে পড়লেন পাপুয়া নিউগিনির জাতীয় দলের ব্যাটার কিপলিং ডরিগা। মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় জার্সির আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন।
ঘটনাটি ঘটে গত ২৫ আগস্ট ভোরে সেন্ট হেলিয়ার্সে। ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় রাউন্ড খেলতে দলীয় হোটেলে ফিরছিলেন ৩০ বছর বয়সী ডরিগা। পথে এক নারীকে ঘুষি মেরে ফেলে তার মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। দ্রুতই পুলিশ তাকে আটক করে।
পরদিন ২৭ আগস্ট ম্যাজিস্ট্রেট কোর্টে নেওয়া হলে ডরিগা নিজের দোষ স্বীকার করেন। পরে গত শুক্রবার ২৮ নভেম্বর রয়্যাল কোর্ট তাকে তিন বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করে।
ডরিগা আন্তর্জাতিক ক্রিকেটে পাপুয়া নিউগিনির নিয়মিত মুখ। দেশের হয়ে তিনি এখন পর্যন্ত ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২১ ও ২০২৪) দলে ছিলেন এই ব্যাটার। ওয়ানডে ক্যারিয়ারে ৩৯ ম্যাচে তার সংগ্রহ ৭৩০ রান, আর টি-টোয়েন্টিতে ৪৩ ম্যাচে করেছেন ৩৫৯ রান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















