পুরুষ কিংবা নারী—দুই ফরম্যাটেই এখনো কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট। ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশ নম্বরে থাকা পুরুষ দল সাম্প্রতিক সময়ে ধারাবাহিক হার কাটিয়ে অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছে। তবে তাতে র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি। একই সময়ে নারী দলও হতাশাজনক পারফরম্যান্সে ভুগছে।
এমন পরিস্থিতিতেই ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার বিশ্বাস, সময়ের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট আবারও শক্ত অবস্থানে ফিরে আসবে। শুক্রবার রাতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন,
“আমাদের ওপর বিশ্বাস রাখেন। আমরা বাংলাদেশ ক্রিকেটকে এমন উচ্চতায় নিয়ে যাব ইনশাআল্লাহ, যাতে বাংলাদেশ ক্রিকেট নিয়ে সবাই গর্ব করতে পারে।”
শুধু দক্ষ ক্রিকেটার নয়, ক্রিকেটের মাধ্যমে ভালো নাগরিক গড়ে তোলার লক্ষ্যও জানিয়েছেন বুলবুল। তিনি বলেন,
“বাংলাদেশে আমরা শুধু ক্রিকেটার তৈরি করব না, আমরা ক্রিকেটের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করব।”
চলমান নারী বিশ্বকাপে নিগার সুলতানা জ্যোতিদের দল প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ভালো সূচনা করলেও পরের পাঁচ ম্যাচে টানা হেরে গেছে। একাধিক ম্যাচে জয়ের সুযোগ তৈরি করেও সাফল্য ধরা দেয়নি। তবুও নারী দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি।
বুলবুল বলেন, “অবশ্যই ছেলেদের ক্রিকেট ভালো করবে। তবে আমার মনে হয়, ছেলেদের আগেই মেয়েরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। চলমান বিশ্বকাপে ছোট ছোট ভুল না করলে আজ আমাদের পাঁচটা জয় হতে পারত, সেমিফাইনাল খেলার মতো দল হতাম। আমরা ভুল থেকে শিখছি। আপনাদের নিরাশ করব না।”
