আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী গত বছরের নভেম্বরে জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিই হবে তার খেলা শেষ টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকতে ব্যর্থ হয়েছেন তিনি। সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। ছেলে হাসান ইসাখিলের সঙ্গে খেলার পর তিনি অবসরে যাবেন বলে জানিয়েছেন।
গত নভেম্বরে ৪০ বছর বয়সে পা রাখেন মোহাম্মদ নবী। বয়সের কারণে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ক্রিকেট থেকে সরে যেতে চেয়েছিলেন। এ সম্পর্কে তিনি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি সম্ভবত আমার শেষ টুর্নামেন্ট নয়, তবে আমি এখন থেকে কম ম্যাচ খেলবো, জুনিয়রদের সুযোগ করে দেব। এ ব্যাপারে আমি সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেছি। যাহোক এসব কিছু আমার ফিটনেসের ওপর নির্ভর করছে।
নবীর ছেলে ইসাখিলের বয়স ১৮ বছর। ২০২৪ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। মোহাম্মদ নবীর প্রত্যাশা ছেলের সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে জাতীয় দলে একসঙ্গে তারা খেলার সুযোগ পাবেন। নবী বলেন, এটা আমার স্বপ্ন। আশা করছি আমরা দ্রুত এ সুযোগ পাব। সে নিজ অঙ্গনে ভালো করছে। সে পরিশ্রমী, তাকে ভালো করার জন্য আমিও নিয়মিত চেষ্টা করে যাচ্ছি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান গ্রুপ ‘বি’ তে খেলছে। গ্রুপে তাদের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে নিজ দলের সম্ভাবনা সম্পর্কে নবী বলেন, আমাদের প্রস্তুতি ভালো। আমি বাংলাদেশে খেলায় ব্যস্ত ছিলাম। আবুধাবীতে আমি তিন মৌসুম খেলেছি। সব মিলে আমি ভালো আছি। আশা করছি আমরা ভালো করতে পারবো।