এনসিএল টি-টোয়েন্টিতে মাহমুদুল হামান জয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় জয় পেয়েছেন চট্টগ্রাম। রোববার সিলেটে দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটকে ৯৯ রানের ব্যবধানে হারায় তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনার মাহমুদুল হাসান জয়ের ঝড়ো সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ২১৪ রান তোলে চট্টগ্রাম।
দলের পক্ষে ওপেনার মাহমুদুল হাসান জয় ৬৩ বলে ৫ বাউন্ডারি ও ৯ ছক্কায় ১১০ রান করে বিদায় নেন। এছাড়া মুমিনুল হক ১৯ বলে ৩২ রান করেন। বাকিদের মধ্যে ইরফান শুকুর ২২ বলে চার বাউন্ডারি ও দুই ছক্কায় ৪১ রান করেন। বল হাতে সিলেটের পক্ষে তোফায়েল আহমেদ ৩ ওভারে ৩৭ রান দিয়ে একাই নেন ৩ উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে ১৮.১ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায় সিলেট। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন অমিত হাসান। এই ওপেনার ২৫ বলে ৭ বাউন্ডারিতে ৪০ রান করে বিদায় নেন। এছাড়া পেসার আবু যায়েদ রাহির ব্যাট থেকে আসে ৩৭ রান। এই বোলিং অলরাউন্ডার ২৫ বলে তিন চার ও দুই ছয়ে এ রান করেন।
এছাড়া আর কেউ চট্টগ্রামের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। বল হাতে চট্টগ্রামের পক্ষে মোঃরুবেল ৪ ওভারে ১৫ রান দিয়ে একাই নেন তিন উইকেট। এছাড়া আহমেদ শরিফ ও হাসান মুরাদ নেন দুটি করে উইকেট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















