অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টিতে জয় দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচেই হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ এইচপি দল। সেই হারের বৃত্ত ভেঙে আজ আবারো জয়ে ফিরলো আকবর আলীর দল। দলীয় নৈপুণ্যে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির বিপক্ষে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ এইচপি দল।
অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে ছন্দছাড়া ছিলেন বোলাররা। তাতেই ৮ উইকেটের বড় হার সঙ্গী হয় আফিফদের। আজ রিপন-রনিদের পেসে ফিরেছে হারানো সেই ছন্দ। ম্যাচের শেষটা লাল-সবুজ রঙে রাঙিয়েছেন জিশান-ইমনরা।
টস জিতে টিআইও স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান তুলে নেয় অস্ট্রেলিয়ান ক্যাপিটাল। এমন সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ ওভার ৪ বল খেলে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছায় আকবর আলীরা।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি: ১২৪/৯ (২০ ওভার) (ম্যাকনামারা ৩৬, মার্ন ২০; রিপন ৩/২৬, রনি ২/২৬)
বাংলাদেশ এইচপি দল: ১২৫/৪ (১৬.৪ ওভার) (জিশান ৫০, ইমন ২৩; স্মিথ ২/২৯)
ফলাফল: বাংলাদেশ এইচপি দল ৬ উইকেটে জয়ী