যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে জয় দিয়ে শুরু করলেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে দেখিয়েছেন অলরাউন্ডার নৈপূণ্য। টস হেরে ব্যাটিংয়ে নামা লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ৭ উইকেটে ১৬২ রানের সংগ্রহ পায় যেখানে ১৩ বলে ১৮ রান করা সাকিবের ছিলো তিনটি বাউন্ডারি। আর বোলিংয়ে তিন ওভারে ৩২ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। ১৬৩ রানের টার্গেটে খেলতে নামা টেক্সাস সুপার কিংস ৮ উইকেটে ১৫০ রান তুলেছে।
দলীয় ৫ রানে দুই উইকেট হারানো এলএকে ৪৫ বলে ৬৮ রান এনে দেয়া উন্মুখ চাঁদ হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। ২০১২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতীয় দলের হয়ে ফাইনালে অপরাজিত ১১১ রান করেছিলেন। পরবর্তীতে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আলোচিত-সমালোচিত ভেন্যু ডালাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৬২ রান তোলে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। সর্বোচ্চ ৬৮ রান করেন উন্মুখ চাঁদ। এছাড়া সাকিব ১৮, নীতিশ কুমার ২৬ রান করেন।
টেক্সাসের পক্ষে দু’টি করে উইকেট নেন জিয়া-উল-হক, অ্যারোন হার্ডি ও মার্কাস স্টয়নিস।
১৬৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা টেক্সাস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫০ রানের বেশি তুলতে পারেনি। ডেভন কনওয়ে ৩৯ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন। ক্যালভিন সেভেজ ১৮ বলে অপরাজিত ২৯ রান করেন।
এলএ’র পক্ষে আলী খান চার ওভারে ৩৩ রানের বিনিময়ে চার উইকেট পেয়েছেন। ১৮ রানে দুই উইকেটে পেয়েছেন স্পেনসার জনসন। সাকিব ও সুনীল নারাইন পেয়েছেন একটি করে উইকেট।