জাকেরের পাশে তাওহীদ হৃদয়: ‘সে এখনো ভালো টাচে আছে’

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়ের ১০১ রানের জুটি ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারেননি টাইগার ব্যাটাররা। টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও দৃষ্টিকটু শট খেলে ১৬ বলে ১০ রান করে ফেরেন জাকের আলি অনিক।

তবুও সতীর্থের প্রতি আস্থা হারাচ্ছেন না তাওহীদ হৃদয়। তিনি বলেন,

‘(এশিয়া কাপের আগে) দারুণ ছন্দে ছিল, এখনো তো মনে হয় ভালোই খেলছে। বিগত ওয়ানডে ইনিংসগুলো যদি দেখেন, আমার মনে হয় ভালো টাচে আছে।’

২০২৪ সালে পাঁচ ওয়ানডেতে জাকেরের ব্যাটিং গড় ছিল প্রায় ৫৩, যা ২০২৫ সালে ছয় ম্যাচ শেষে নেমে এসেছে ৩৭.৫০-এ। তবুও তার পারফরম্যান্স নিয়ে হতাশ নন হৃদয়। তিনি বলেন,

‘আমার মনে হয়, সে (জাকের) যথেষ্ট ভালো অবস্থায় আছে। হ্যাঁ, একটা খেলোয়াড় সবসময় ভালো খেলে না। বিশ্বের যত বড় খেলোয়াড়ই হোক, প্রত্যেকটা ম্যাচে ভালো খেলা সম্ভব না। ব্যাডপ্যাচ যেতেই পারে। আমি একে ব্যাডপ্যাচও বলব না। হয়তো এক্সিকিউশনে কোথাও সমস্যা হচ্ছে, আশা করি এটাও সামনে ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ।’

একইসাথে এক ফরম্যাটের সঙ্গে আরেক ফরম্যাটের তুলনা না করার আহ্বান জানিয়ে হৃদয় বলেন,

‘আপনাদের সমস্যা মনে হয়, একটা ফরম্যাটের সঙ্গে আরেকটা ফরম্যাট তুলনা করেন।’

Exit mobile version