ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছিটিয়ে জাতীয় দলে ফিরলেন ওপেনিং ব্যাটার এনামুল হক বিজয়। চট্টগ্রাম দলে ডাক পেয়েছেন ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেটে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলা বিজয়। জাকির ছাড়াও চট্টগ্রাম টেস্টে দলে জায়গা পেয়েছেন স্পিনার তানভির ইসলাম। বিজয় ও তানভির দলে ঢুকেছেন যথাক্রমে ব্যাটার জাকির হাসান ও পেসার নাহিদ রানার জায়গায়।
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা এনামুল বিজয় চারটি সেঞ্চুরি করেছেন। এর মধ্যে পর পর দুই ম্যাচে পেয়েছেন তিন অঙ্কের দেখা। যার মধ্যে সর্বশেষটি এসেছে আজ আবাহনীর বিপক্ষে।
চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ–অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















